ArabicBengaliEnglishHindi

হরতালের সমর্থনে নওগাঁয় বাসদের বিক্ষােভ-সমাবেশ


প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২২, ৬:৫৪ অপরাহ্ন / ৪৮
হরতালের সমর্থনে নওগাঁয় বাসদের বিক্ষােভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার ->>
জ্বালানী তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহনের ভাড়া কমানাের প্রতিবাদে সারাদেশে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে বিক্ষােভ-সমাবেশ করেছে নওগাঁ জেলা বাম গণতান্তিক জােট।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টায় মুক্তির মােড়ে পিকেটিং শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে নওগাঁ শহরের লিটন ব্রীজের পশ্চিম পাশে এক সমাবেশ অনুষ্টিত হয়।

বাম গণতান্তিক জােট নওগাঁ জেলা শাখার সভাপতি এ্যাডভােকপট মহসিন রেজার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,মিজানুর রহমান,আলিমু রেজা তাহালব।

এসময় হরতালক সমর্থন দিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ক্ষেত-মজুর সমাজতান্তিক কৃষক ফ্রন্টটের সহ-সভাপতি জয়নাল আবদীন মুকুল,কালিপদক সরকার,শাহীন চৌধুরী, রবিউল টুডু,মঙ্গল কুচকা ও আবর চৌধুরী।