আলতাফ হোসেন অমি ->>
সাভারের হেমায়েতপুরে একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে গলাকাটা অবস্থায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও জব্দ করা হয়।
পুলিশের ধারণা, অটোরিকশা ছিনিয়ে নিতেই গলাকেটে ও ছুরিকাঘাত করে নাছির হোসেন (৩৫) নামের ব্যক্তিকে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত নাছির সাভারের হেমায়েতপুর পূর্বহাটি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার বাড়ি বাগেরহাট জেলায়।
নিহতের স্ত্রী লাভলী বেগম বলেন, সোমবার রাতে নাছির অটোরিকশা চালাতে যান। রাত বেশি হয়ে যাওয়ায় তার সঙ্গে মোবাইলে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু নাছির ফোন ধরেননি। পরে আজ (মঙ্গলবার) ভোরে পুলিশ ফোন করে আমার স্বামীর লাশ উদ্ধারের খবর জানায়।’
হেমায়েতপুর ট্যানাড়ি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ‘ভোরে সড়কের পাশে এক ব্যক্তির লাশ দেখে ৯৯৯-এ ফোন দেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :