ArabicBengaliEnglishHindi

হোমনায় উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২২, ৬:৪০ অপরাহ্ন / ৩২৮
হোমনায় উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

হোমনা(কুমিল্লা)প্রতিনিধি ->>
কুমিল্লার হোমনায় সামাজিক- সম্প্রীতি রক্ষা ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা এবং সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষে উপজেলা সামাজিক- সম্প্রীতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

গতকাল সোমবার (২৯আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুমন দে’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, ওসি (তদন্ত) রিপন বালা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী, মসজিদের ইমাম, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।