ArabicBengaliEnglishHindi

২৩ কোটি আয় গাঙ্গুবাই


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২২, ১২:৫১ অপরাহ্ন / ১২৬
২৩ কোটি আয় গাঙ্গুবাই

বিনোদন ডেস্ক ->>
‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমা নিয়ে বিতর্ক কম হয়নি। সঞ্জয়লীলা বানসালি পরিচালিত সিনেমাটি এরই মধ্যে দুর্দান্ত সূচনা করেছে। নারীকেন্দ্রিক এ সিনেমা মুক্তির প্রথম দিনেই করেছে বাজিমাত। দর্শকরা গাঙ্গুরূপী আলিয়ার জয়গান গাইছেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মুক্তির প্রথম দিন সাড়ে ১০ কোটি রুপি আয় করে গাঙ্গুবাই। এরপর দ্বিতীয় দিনে আয় আরও বেড়ে গেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সিনেমাটি আয় করেছে প্রায় ১৩ কোটি রুপি। ফলে দুই দিনেই এর আয় ছাড়িয়েছে ২৩ কোটি রুপি।

এ সিনেমার প্রচারে কোনো কমতি রাখেননি আলিয়া। পশ্চিমবঙ্গ, দিল্লি, মুম্বাইসহ নানা শহরে ঘুরে ঘুরে সিনেমা দেখার আবেদন করেছেন ভক্তদের। কলকাতা সফরে জলভরা সন্দেশে মিষ্টি মুখ করেছিলেন আলিয়া। সিনেমা মুক্তির আগে সেই সফরে তার চেহারায় চিন্তার ছাপ ছিল। কারণ তিনি জানতেন, তার অভিনয় দক্ষতার ওপরই নির্ভর করছে সিনেমাটির বাণিজ্যিক লাভের অংক।

বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করছেন, সপ্তাহ শেষে সিনেমাটি সহজেই ৪০ কোটির বেশি আয় করে ফেলবে।