ArabicBengaliEnglishHindi

২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসানের “বিউটি সার্কাস”


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২২, ৬:৫৯ অপরাহ্ন / ৬৫
২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসানের “বিউটি সার্কাস”

শোবিজ ডেস্ক ->>
দুই বাংলার খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান বলেছেন, দেড় বছর পর আমার নতুন সিনেমা আসতে যাচ্ছে। এটা আমার জন্য অনেক আনন্দের। ‘বিউটি সার্কাস’ আমার জন্য স্পেশাল একটি কাজ।

বহুল প্রতীক্ষিত জয়া আহসানের চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটি মুক্তি উপলক্ষে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন- সিনেমাটির অভিনয়শিল্পী ফেরদৌস আহমেদ, এবিএম সুমন, চিরকুট ব্যান্ডের সুমীসহ আরও অনেকে।

ছবিটিতে নিজের চরিত্র ও কাজের অভিজ্ঞতা জানিয়ে জয়া বলেন, অনেক সময় নিয়ে কাজটি করেছি। এ ছবির চরিত্রটিই আমাকে আগ্রহী করে তুলেছে কাজটি করতে। এখানে একজন সার্কাসের মেয়ে হিসেবে অনেক কিছু শিখতে হয়েছে, জানতে হয়েছে। পরিচালক মাহমুদ দিদার অনেক গ্রামার মেনে কাজ করেন। তার নির্দেশ মেনে কাজ করেছি আমরা সবাই। দারুণ একটা টিম ছিল ছবিটির।

তিনি বলেন, আরও আগেই হয়তো এই ছবিটি মুক্তি পাওয়া উচিত ছিল। অবশেষে ছবিটি হলে আসছে এটাই স্বস্তির। আশা করছি, দর্শকের ভালো লাগবে। প্রথমবারের মতো সার্কাস নিয়ে কাজ হলো। সবাই দেখে মজা পাবেন। এ ছবিতে তৌকির আহমেদ ভাই, রাকায়েত ভাই (গাজী রাকায়েত) আরও অনেকের সঙ্গে অনেকদিন পর কাজ করা হয়েছে। সেই ‘গেরিলা’ ছবির পর আবার ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। এখানে আমাদের কেমিস্টটা ভিন্ন। দর্শক উপভোগ করবেন বলে প্রত্যাশা করছি।

সরকারের অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত পরিচালক মাহমুদ দিদার নির্মিত ‘বিউটি সার্কাসে জয়া আহসান ছাড়াও আর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।

চলচ্চিত্রটিতে তিনটি গান ব্যবহার করা হয়েছে। গানগুলো গেয়েছেন চিরকুট ব্যান্ডের শারমীন সুলতানা সুমী, অ্যাশেজ ব্যান্ডের ইভান ও টুনটুন বাউল।