ArabicBengaliEnglishHindi

আঠারো কোটি মানুষের অর্থে নির্মিত পদ্মা সেতুর শুভ উ‌দ্বোধন


প্রকাশের সময় : জুন ২৫, ২০২২, ৮:২৬ অপরাহ্ন / ৯৭
আঠারো কোটি মানুষের অর্থে নির্মিত পদ্মা সেতুর শুভ উ‌দ্বোধন

নিজস্ব প্রতিবেদক ->>
আঠারো কোটি মানুষের স্বপ্নের ব্যাস্তবায়ন,পদ্মা সেতুর উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে যোগ দি‌তে নৌপথ ও সড়ক প‌থে জনসভায় আগত মানুষ , উপস্থিত সড়ক ও নৌপ‌থে ব‌রিশাল, ভোলা, বরগুনা, পিরোজপুরসহ দক্ষিনাঞ্চ‌লের মানুষ পদ্মা সেতুর উ‌দ্বোধ‌নী অনুষ্ঠান উপ‌ভোগ কর‌তে জনসভাস্থ‌লে এ‌সে।
আজ শ‌নিবার ভোর থে‌কেই দক্ষিনাঞ্চলসহ দে‌শের বি‌ভিন্ন অঞ্চল থে‌কে সড়ক ও নদী প‌থে জনসভাস্থ‌লে এ‌সে‌ছে মানুষ। ধী‌রে ধী‌রে জনসভাস্থল পূর্ণতার রূপ নিচ্ছে ।

বাস, মি‌নিবাসসহ ছোট ছোট প‌রিবহ‌নযো‌গে ঢাকা খুলনা মহাসড়ক হ‌য়ে জনসভাস্থ‌লে প্রবেশ কর‌ছে। রঙ‌বের‌ঙের সাজসজ্জায় লাল সবু‌জের র‌ঙে নৌকা সা‌জি‌য়ে জনসভ‌াস্থ‌লে এ‌সে‌ছে অ‌নেকে। পদ্মায় লালসবু‌জের পতাকাসহ বি‌ভিন্ন সাজসজ্জায় ভিড়‌ছে নৌকা ট্রলারগু‌লো।
ব‌রিশাল থে‌কে জনসভায় যোগ দি‌তে আসা মোশারফ হো‌সেন জানান, আজ দ‌ক্ষিনাঞ্চলবাসীর স্বপ্ন পূর‌নের দিন। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা পদ্মা সেত‌ু্ উ‌দ্বোধন কর‌বেন। পদ্মা সেতু উ‌দ্বোধ‌নের মধ‌্য দি‌য়ে দ‌ক্ষিনাঞ্চ‌লের ২১ টি জেলার মানু‌ষের দূ‌র্ভোগ দূর
হ‌বে।

এই মা‌হিন্দ্রক্ষন উপ‌ভোগ কর‌তে জনসভ‌াস্থ‌লে চ‌লে এ‌সে‌ছি।