ArabicBengaliEnglishHindi

আদালত পুলিশের নিরাপত্তায় বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেট


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২২, ১০:০৯ অপরাহ্ন / ৩২৮
আদালত পুলিশের নিরাপত্তায় বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেট

 

নিজস্ব প্রতিবেদক ->>

আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার প্রেক্ষিতে আদালতে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের জন্য ৩০টি হেলমেট ও ৩০টি বুলেটপ্রুফ জ্যাকেট দেওয়া হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) আদালতের হাজতখানায় এসব সামগ্রী যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম জানান, এখন থেকে জঙ্গিসহ চাঞ্চল্যকর মামলার আসামিদের হাজতখানা থেকে এজলাস কক্ষে আনা নেওয়ার সময় পুলিশ সদস্যরা এসব নিরাপত্তা সামগ্রী ব্যবহার করবেন।

উল্লেখ্য, রোববার (২০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় রাতে ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ। রাতেই ১০ জঙ্গির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।