ArabicBengaliEnglishHindi

এই দোয়া পড়লে ৭০ বিপদ দূর হয়


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২২, ৮:২০ অপরাহ্ন / ১৩১
এই দোয়া পড়লে ৭০ বিপদ দূর হয়

আবু নাইম শাইবা নামের একজন আল্লাহর ওলি একটি আমলের কথা তার ভক্তদের বলেছেন। এই দোয়া যে একবার পড়বে তার ৭০টি বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আরো বলেছেন সবচেয়ে ছোট বিপদ হলো দারিদ্র্য। তার মানে এই দোয়া পড়লে আল্লাহ দারিদ্র্য দূর করবেন।

আল্লাহ তায়ালার কাছে দোয়া করলে আল্লাহ খুশি হন। আপনি দোয়া করুন আর চেষ্টা করুন, বাকিটা আল্লাহ তায়ালার উপর ভরসা রাখুন। আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন না। তাহলে বিপদ এবং দারিদ্রতা থেকে মুক্তি পেতে এই দোয়াটি পড়ুন-

لَاحَـــوْلَ وَلَاقُـــــوَّةَ إلَّا بِـــاللّٰـــــه وَلَامَــلْــجَأَ وَلَامَـــنْجًا مِــــــنَ اللّٰهِ إِلَّا اِلَـــــيْـــهِ

বাংলা উচ্চারণ: লা হাউলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওলা মালজা-আ ওলা মানজা মিনাল্লাহি ইল্লাহ ইলাইহি।

অর্থ: আল্লাহ তায়ালা ব্যতিত কারো শক্তি ও উপায় নেই। আল্লাহ তায়ালা ব্যতিত আমাদের আর কোনো আশ্রয়স্থল ও পরিচালক নেই।