খোদার শ্রেষ্ঠ নিয়ামত
-সেলিম আহমদ কাওছার
সৃষ্টি সবি খোদার হাতের
নেই তুলনা যার
সকল সৃষ্টির সেরা সৃষ্টি
প্রিয় হাবিব তার।
যার উছিলায় পয়দা হলো
তামাম জাহান সবি
খোদার দেয়া শ্রেষ্ঠ নিয়ামত
আমার প্রিয় নবী।
আকাশ জমিন গ্রহ তাঁরা
সাগর নদী ঝর্ণাধারা
অবারিত নিয়ামত খোদার
সকল রিজিক সারা।
মানব তরে সকল নিয়ামত
মহান রবের দান
তার তরে শুকরিয়া জানাই
গাইযে প্রভুর গান।
দাও বাড়িয়ে নিয়ামত আমায়
ওগো দয়াল আল্লা
রোজ হাশরে হয় যেনো মোর
ভারি নেকীর পাল্লা।
আপনার মতামত লিখুন :