জবি প্রতিনিধি ->>
শনিবার বেলা ১২টা থেকে গুচ্ছভুক্ত ২২ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের “ক” ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ এর ৯টি উপকেন্দ্রে পরিক্ষা নেওয়া হয়েছে। কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ তৎপরতা লক্ষ করা যায়। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের সাথে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ( বিএনসিসি ও রোভার স্কাউট, জেলা ভিত্তিক ছাত্র কল্যাণ সমিতি) শিক্ষার্থীদের সার্বিক সহায়তা করেছে।
এ সময় ভিন্ন কেন্দ্রের কিছু পরিক্ষার্থীরা ভুলক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলে আসলে মানবিক বিবেচনায় তাদের পরিক্ষাও আলাদা কক্ষে নেওয়ার ব্যবস্থা করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, “সুন্দর পরিবেশে ও সুশৃঙ্খলভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । এখন পর্যন্ত সন্দেহজনক কোন ঘটনা প্রশাসনের চোখে পড়েনি।
আপনার মতামত লিখুন :