ArabicBengaliEnglishHindi

চৌগাছায় ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২২, ৭:১১ অপরাহ্ন / ৯৬
চৌগাছায় ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
আবু জাফর বিশ্বাস ->>
যশোরের চৌগাছায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজ শনিবার সকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শহীদদের স্মৃতির প্রতি চৌগাছা উপজেলা প্রশাসন কর্তৃক শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ইরুফা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার। ড. মোঃ মোস্তানিছুর রহমান, চেয়ারম্যান উপজেলা পরিষদ। ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়। মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন আক্তার এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন- চৌগাছা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, চৌগাছা সরকারী কলেজ, চৌগাছা হাসপাতাল, চৌগাছা বাজার ব্যবসা সমিতি, চৌগাছা বাস মালিক সমিতি, চৌগাছা প্রেসক্লাব, চৌগাছা রিপোর্টার্স ক্লাব, চৌগাছা পৌরসভা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটি। এছাড়াও আরো বেশ কিছু সামাজিক সংগঠন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।