ArabicBengaliEnglishHindi

চৌগাছা সীমান্ত হতে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের ১শ’ ২৪ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক


প্রকাশের সময় : মে ২২, ২০২২, ১২:২৪ অপরাহ্ন / ৭৪
চৌগাছা সীমান্ত হতে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের ১শ’ ২৪ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চৌগাছা (যশোর) প্রতিনিধি ->>

যশোরের চৌগাছা সীমান্ত হতে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের ১শ’ ২৪ টি স্বর্ণের বারসহ শাহ আলম(৩৫) নামে একজনকে আটক করেছে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) শাহজাদপুর বিওপির টহল দল।

শুক্রবার (২০মে) সকাল সাড়ে ৮টার দিকে বড় কাবিলপুর শ্মশানঘাট এলাকায় রাস্তার ওপর কৃষকের বেশে সন্দেহজনক শাহ আলমকে দেখে তার দেহ তল্লাশী করা হয়, এরপর তার কোমরের পিছনে বিশেষভাবে লুকিয়ে রাখা এ সোনার বার উদ্ধার করা হয়। এ সময় শাহ আলমের মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. ক. শাহেদ মিনহাজ ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য বিস্তারিত জানানো হয়েছে। আটককৃত শাহ আলম চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত সোনার দাম বর্তমান বাজারমূল্য ১০ কোটি ১১ লক্ষ ৫০ হাজার টাকা।