ArabicBengaliEnglishHindi

ট্রাকের চাকায় পৃষ্ট হলো মোটরসাইকেল আরোহী


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২২, ৯:২২ অপরাহ্ন / ১৬৪
ট্রাকের চাকায় পৃষ্ট হলো মোটরসাইকেল আরোহী
চৌগাছা (যশোর) প্রতিনিধি ->>
যশোরের চৌগাছায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা মোড়ে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের শুটিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
নিহতের স্বজন জানান, চৌগাছা বাজারে আত্মীয়র বাসাতে দাওয়াত ছিল মঙ্গলবার দুপুরে। আগেই জীবন নগর শুটিয়া গ্রাম থেকে চলে আসেন নিহতের স্ত্রীও। সকলে অপেক্ষা করছে কখন আসবেন তিনি। কিন্তু দুপুর ১ টার দিকে ফোনের মাধ্যমে জানতে পারি ইসমাইল হোসেন ট্রাকচাপায় নিহত হয়েছেন। এই খবরে সবকিছু এলোমেলো হয়ে যায়।
চাঁদপাড়া গ্রামের জিসিবি আদর্শ কলেজের অধ্যক্ষ আবু জাফর বলেন, একটি অ্যাপাচি মোটরসাইকেল চালিয়ে চৌগাছার দিকে যাচ্ছিলেন ইসমাইল হোসেন। এসময় পেছন দিক থেকে দশ চাকার একটি ট্রাক তাকে পিষ্ট করে দ্রুতগতিতে চৌগাছার দিকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা চৌগাছা থানায় খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।