বিনোদন প্রতিবেদক ->>
সব জল্পনা-কল্পনা ও বিভ্রান্তির পর অবশেষে ঢাকায় আসছেন ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহি। সোমবার (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, মন্ত্রণালয় শিল্পীর আগমনের অনুমতি দিয়েছে, যা “বাংলাদেশে নারী ক্ষমতায়ন” শীর্ষক গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ডের একটি ডকুমেন্টারি শুটিংয়ের অনুমতি দেয়া হয়েছে। এজন্য আবেদন করেছিল উইমেন লিডারশিপ কর্পোরেশন।
উইমেন লিডারশিপ কর্পোরেশনের প্রেসিডেন্ট ইসরাত জাহান মারিয়া জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা কে বলেন,আমরা ২৬ অক্টোবর অনুমতির জন্য আপিল করেছি। এত দিন আমাদের আপিল বিচারাধীন ছিল।
কিছু ভুল তথ্য প্রচার করা হয়েছিল, কিছু গুজব ছড়ানো হয়েছিল। এটা নিশ্চিত যে, ১৮ নভেম্বর নোরা বাংলাদেশে আসবেন।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
এর আগে, ১৭ অক্টোবর একটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল যে, বর্তমান বৈশ্বিক অবস্থা এবং ডলারের সংকটের কারণে নোরাকে বাংলাদেশে পারফর্ম করার অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছিল।
ই পেপার লাগবে।
আপনার মতামত লিখুন :