নীলফামারী জেলা প্রতিনিধি ->>
নীলফামারীতে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক বিষয়ে জনসচেতনামূলক প্রশিক্ষণ হয়েছে।
নীলফামারী সদর উপজেলায় উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজন ও দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সহযোগিতায় সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক বিষয়ে জনসচেতনামূলক প্রশিক্ষণ হয়েছে।
এ সময় নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী সরকারী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নুরুল করিম, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ উপজেলা সমবায় অফিসার মঞ্জুরুল মোর্শেদ তালুকদার।
উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন নীলফামারী সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন সহ যুব সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত প্রশিক্ষণে মাদক,জুয়া, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, নারী ও শিশু নিযাতন, যৌতুক, বাল্যবিবাহ, তথ্য প্রযুক্তির অপব্যবহার সহ
জনসচেতনামূলক ৫০ জন যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :