ArabicBengaliEnglishHindi

পুলিশের এসআই নিয়োগ পরীক্ষায় সুপারিশ পাচ্ছেন ৮৭৫ জন


প্রকাশের সময় : জুন ২৮, ২০২২, ৮:১৮ অপরাহ্ন / ৪২৭
পুলিশের এসআই নিয়োগ পরীক্ষায় সুপারিশ পাচ্ছেন ৮৭৫ জন

নিজস্ব প্রতিবেদক ->>
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৮৭৫ জন প্রার্থী প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

পুলিশ দপ্তরের পাঠানো বার্তায় বলা হয়, ২০২১ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষায় (Aptitude Test and Viva-voce) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধারভিত্তিতে প্রযোজ্য বিধি-বিধান পরিপালনের শর্তে ৮৭৫ জন প্রার্থীকে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ দেওয়ার জন্য সিলেকশন বোর্ড সাময়িকভাবে সুপারিশ করেছে।

এতে আরও বলা হয়, চূড়ান্ত ফলাফল পুলিশের ওয়েবসাইটে (http://www.police.gov.bd/)পাওয়া যাবে।