ArabicBengaliEnglishHindi

বিয়ের দিনই অন্তঃসত্ত্বা হতে চান রাখি সাওয়ান্ত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২২, ৭:১৪ অপরাহ্ন / ৫৫
বিয়ের দিনই অন্তঃসত্ত্বা হতে চান রাখি সাওয়ান্ত

শোবিজ ডেস্ক ->>
বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। কাজের চেয়ে ব্যক্তিগত নানা কর্মকাণ্ড ও বিতর্কিত মন্তব্য করেই বেশি আলোচনায় থাকেন।

ফের বেফাঁস মন্তব্য করে আলোচনায় রাখি। তিনি জানিয়েছেন, বিয়ের দিনই মা হতে চান। সম্প্রতি আলিয়ার মা হওয়া প্রসঙ্গে মজা করে এই অভিনেত্রী বলেন, ‘আলিয়া বিয়ের দু’মাসের মধ্যেই মা হওয়ার কথা সবাইকে জানিয়েছে, আমি তো চাই বিয়ের দিনই আমি মা হয়ে যাই। আমার ফোলা পেট যেন তখনই সবার চোখে পড়ে।’

এখন বেশিরভাগ সময় রাখিকে প্রেমিক আদিল খান দুরানির সঙ্গেই দেখা যায়। আগে খোলামেলা পোশাক পরলেও, এখন সম্পূর্ণ গা ঢাকা পোশাক পরেন এই অভিনেত্রী। প্রেমিক নাকি চান না তিনি ছোট পোশাক পরুক। এজন্যই নিজেকে বদলে ফেলেছেন ‘কন্ট্রোভার্সি কুইন’খ্যাত রাখি।

এর আগেও মা হওয়া নিয়ে কথা বলেছেন রাখি। অভিনেত্রী আলিয়া ভাটের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশের পর তিনি বলেছিলেন, ‘আমি মা হতে চাই। বিয়ের আগেও যদি সুখবর আসে তাহলে চিন্তা করবেন না। যখনই সুখবর দিবো, পরের দিনই বিয়ে করবো। আজকাল এভাবেই চলছে, তাই না? কিন্তু এটা করা অপরাধ, তাই না! আমি এটা করবো না, সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবেন না। আমি শুধু জানি, যে আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করবে সে ধর্মগুরু হিসেবে জন্ম নেবে। এই দেশের জন্য ত্রাণকর্তা হবে। খুন, অপরাধের ফাঁদে আটকদের পথ দেখাবে। তা নাও হতে পারে, কারণ আপনারা জানেন আমি কত ভালো মেয়ে।