ArabicBengaliEnglishHindi

ব্রাহ্মণবাড়িয়া মহিষ নিয়ে নদী পার হওয়ার সময় এক যুবক নিখোঁজ


প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২২, ৩:৩৪ অপরাহ্ন / ১৭৮
ব্রাহ্মণবাড়িয়া মহিষ নিয়ে নদী পার হওয়ার সময় এক যুবক নিখোঁজ

শাহপরান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ->>
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মহিষ নিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় জিলানী (৩২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলার মনু বাবুর ঘাট সংলগ্ন তিতাস নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ জিলানী নবীনগর পৌর এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ।

তিনি বলেন, সকালে ছয়টি মহিষ নিয়ে জিলানী ও হেলাল নামের দুই যুবক মনু বাবুর ঘাট থেকে নদী সাঁতরে বগডহর যাচ্ছিলেন। হেলাল নামের যুবকটি তিনটি মহিষ নিয়ে নদী পার হতে পারলেও জিলানী পার হতে পারেননি। জিলানী নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। তবে বাকি তিনটি মহিষ তীরে উঠে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পাশাপাশি দমকল বাহিনীর ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।