ArabicBengaliEnglishHindi

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার


প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২২, ১:৪৬ অপরাহ্ন / ২৩৭
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

শাহপরান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ->>

ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে একটি পিস্তল ও ম্যাগজিনসহ সজিব (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

(১৫ এপ্রিল) বিকেলে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার সজিব জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত কুতুবুর রহমানের ছেলে।

শুক্রবার র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় র‌্যাব।

অভিযানকালে শহরের পূর্ব পাইকপাড়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পাশে এক যুবককে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, এই ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে সেখান থেকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।