ArabicBengaliEnglishHindi

ভালো কাজে পুরস্কৃত হলেন চৌগাছা থানার ২জন পুলিশ কর্মকর্তা


প্রকাশের সময় : মে ১০, ২০২২, ৮:০৭ অপরাহ্ন / ১৩০
ভালো কাজে পুরস্কৃত হলেন চৌগাছা থানার ২জন পুলিশ কর্মকর্তা

চৌগাছা প্রতিনিধি ->>

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ চৌগাছা থানার এসআই বিকাশ চন্দ্র সরকার এবং এসআই এনামুল হক পুরস্কৃত হলেন।

 

সোমবার (০৯মে) দুপুর ১১.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম, এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এপ্রিল/২০২২ খ্রিঃ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ যশোর জেলার মোট ১১ জন পুলিশ কর্মকর্তা এবং ০৩ জন গ্রামপুলিশকে সম্মাননা প্রদান করা হয়।

 

শ্রেষ্ঠ ও চৌকস সার্কেল কর্মকর্তা নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ বেলাল হুসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ‘ক’ সার্কেল, যশোর। ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কার এসআই(নিঃ) জনাব বিকাশ চন্দ্র সরকার, চৌগাছা থানা, যশোর।

 

জেলার শ্রেষ্ঠ বিট কর্মকর্তা হলেন এসআই(নিঃ) জনাব মোঃ এনামুল হক, ১৪নং বিট, চৌগাছা থানা, যশোর।