ArabicBengaliEnglishHindi

মির্জাপুর উপজেলা গোড়াই ইউনিয়নে (বিএনপি)র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ২৮, ২০২২, ৬:২৩ অপরাহ্ন / ৮৩
মির্জাপুর উপজেলা গোড়াই ইউনিয়নে (বিএনপি)র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ->>
সোমবার, ২৭ জুন ২০২২ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোড়াই ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বী_বার্ষিক_সম্মেলন_২০২২ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান_অতিথি_হিসেবে উপস্থিত ছিলেন: মির্জাপুরবাসীর পরিক্ষিত জননেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক, সাবেক এমপি, কারা-নির্যাতিত,,
জননেতা_আবুল_কালাম_আজাদ_সিদ্দিকী।

সভাপতিত্ব_করেন, জনাব খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম।যুগ্ম-আহ্বায়ক, মির্জাপুর উপজেলা বিএনপি ও আহ্বায়ক,গোড়াই ইউনিয়ন বিএনপি-মির্জাপুর।

বিশেষ_অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়কবৃন্দ।
আরও উপস্থিত ছিলেনঃ মির্জাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্যবৃন্দ, উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল মহিলা দলের নেতৃবৃন্দসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।
সেই_সাথে আরও উপস্থিত ছিলেন গোড়াই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ সকল পর্যায়ের নেতৃত্ব বৃন্দ।