ArabicBengaliEnglishHindi

মৌলভীবাজারে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২২, ৬:৪৬ অপরাহ্ন / ১২৯
মৌলভীবাজারে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত

মারুফ আহমেদ  (মৌলভীবাজার জেলা প্রতিনিধি) ->>
বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১২ ঘটিকায় জেলা প্রশাসন মৌলভীবাজার ও তথ্য কমিশনের আয়োজনে মৌলভীবাজার পৌর কমিউনিটি সেন্টারে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে জনগনকে অবহিত করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও তথ্য কমিশনের পরিচালক জে আর শাহরিয়ার।

বিশেষ অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার তথ্য প্রাপ্তির অধিকার সম্পর্কে বলতে গিয়ে বলেন, দেশের প্রত্যেক নাগরিকের তথ্য প্রাপ্তির অধিকার রয়েছে। তাই সরকার তথ্য প্রাপ্তির জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করেছে। বর্তমান তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বে তথ্য প্রাপ্তি এবং সঠিকভাবে তথ্যে প্রচার ও প্রসার দেশের উন্নয়নকে তরান্বিত করবে বলে তিনি তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।