ArabicBengaliEnglishHindi

মৌলভীবাজার এডিপির আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ


প্রকাশের সময় : মে ১৮, ২০২২, ৬:৫২ অপরাহ্ন / ৯৩
মৌলভীবাজার এডিপির আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ

মারুফ আহমেদ ->>

মৌলভীবাজারের রাজনগরে এডিপি উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল (রাজস্ব উদ্বৃত্ত) ২০২১-২২ অর্থবছরে আওতায় বাস্তবায়িত প্রকল্পের আওতায় উপজেলাধীন সকল ইউনিয়নের মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার, সেলাই মিশিন, খেলাধুলা সামগ্রী, সবজিবীজ, সেক্সফেরোমন ইয়লো ট্র্যাপ, গৃহপালিত পশুর জলাতঙ্ক রোগের ভ্যাকসিন বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদের আয়োজনে বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) সংসদীয় আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, রাজনগর থানার ওসি তদন্ত রতন দেবনাথ,রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী,পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ দাশ, মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ প্রমূখ।

এসময় ৩১টি হুইল চেয়ার, ২০টি সেলাই মিশিন, ক্রিকেট ব্যাট ২৫০টি, ফুটবল ২৫০টি, বিষ মুক্ত সেক্সফেরোমান ইয়লো ট্র্যাপ, গৃহপালিত পশুর জলাতঙ্ক রোগের ভ্যাকসিন উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।