ArabicBengaliEnglishHindi

রাজশাহী পবার কাটাখালী পৌরসভা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২২, ৯:০৪ অপরাহ্ন / ১২৯
রাজশাহী পবার কাটাখালী পৌরসভা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন

সৈয়দ আ:হালিম রাজশাহী ->>
রাজশাহী পবার কাটাখালী পৌরসভা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক শামিউল ইসলাম সামির সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন পবা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু। প্রধান বক্তা ছিলেন পবা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল করিম।

বিশেস অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগ সহসভাপতি এ্যাড. শরিফুল ইসলাম শরিফ, সদস্য লিলিমা বেগম, নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সামা, আইন বিষয়ক সম্পাদক জহুরুল হক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মুসলেম আলী, উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, রাজশাহী জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগ সদস্য মাসুদ রানা, মাজেদা বেগম, আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন, কাটাখালী পৌর আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক জহুরুল হক রিপন, জেলা তাঁতী লীগ সাধারণ সম্পাদক মাজদার রহমান মুকুল, কাটাখালী পৌর সাবেক প্যানেল মেয়র আব্দুল খালেক, সাবেক কাউন্সিলর আব্দুল মোত্তালেব, খোকনুজ্জামান মাসুদ, জেলা যুবলীগ সাবেক সহসভাপতি ওমর ফারুক, কাটাখালী পৌর যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক আখতার আলী, কাটাখালী পৌর যুবলীগ আহবায়ক জনি ইসলাম, যুগ্ম আহবায়ক শরিওত উল্লাহ সৈকত, সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান খোকন, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান শামীম ও মুশফিকুর রহমান রাতুল, কাটাখালী পৌর ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত নান্নু, কাউন্সিলর বোরহান উদ্দিন রাব্বানী, ইয়াসিন আলী শুকটা, আব্দুল মজিদ, এনামুল হক প্রমুখ।