ArabicBengaliEnglishHindi

রাশিয়ায় পণ্য বিক্রি বন্ধ করল অ্যাপল


প্রকাশের সময় : মার্চ ২, ২০২২, ১:১৪ অপরাহ্ন / ৪২২
রাশিয়ায় পণ্য বিক্রি বন্ধ করল অ্যাপল

নিউজ ডেস্ক ->>
ইউক্রেনে হামলার জের ধরে টেক জায়ান্ট অ্যাপল রাশিয়ায় তাদের পণ্য বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে। রাশিয়ায় অ্যাপল তাদের পেমেন্ট সিস্টেম, অ্যাপল পে এবং লাইভ-ট্রাফিক ট্র্যাকিং সহ অন্যান্য পরিষেবাগুলোও সীমিত করে দিয়েছে। খবর রয়টার্সের।

রাশিয়ায় ক্রেতারা আইফোন বা ম্যাকবুক কিনতে বা দেখতে কোম্পানির ওয়েবসাইটে প্রবেশ করলে একটি বার্তা দেখতে পাচ্ছেন, যাতে লেখা পণ্য ডেলিভারি সম্ভব নয়।

চলমান রাশিয়ান হামলার মধ্যেই ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরোভ অ্যাপলের চেয়ারম্যান টিম কুককে চিঠি দেন। চিঠিতে তিনি রাশিয়ায় অ্যাপল বন্ধ করে দেওয়ার আকুতি জানান। উপ-প্রধানমন্ত্রীর এ চিঠির পরই এমন পদক্ষেপ নিল অ্যাপল।

গত বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ান হামলা শুরু হয়। হামলা শুরুর পর থেকে ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিতে শুরু করে। সুইফটের মতো আর্থিক লেনদেন চ্যানেল থেকেও রাশিয়ার নির্দিষ্ট কয়েকটি ব্যাংক বাদ পড়েছে।