ArabicBengaliEnglishHindi

শরীয়তপুর সখিপুরে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় তেল জব্দ ও অর্থ জরিমানা


প্রকাশের সময় : মার্চ ৭, ২০২২, ১০:১৫ অপরাহ্ন / ২১৯
শরীয়তপুর সখিপুরে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় তেল জব্দ ও অর্থ জরিমানা
সাদ্দাম হোসেন ->>
অতিরিক্ত দামে সোয়াবিন তেল বিক্রি করায় এবং বোতলের গায়ের দাম মুছে ফেলায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ও বালার  বাজারে ৪টি  দোকানে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও ৫৮ লিটার তেল জব্দ করা হয়।
জাতীয় ভােক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের মনিটরিং টিম।
আজ সোমবার (০৭ মার্চ) বেলা ১১টার
দিকে সখিপুর বাজারে অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে ভােক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৪০ এবং ৪৫ ধারায়  ১৫ হাজার ১৫ হাজার মোট ত্রিশ
হাজার টাকা জরিমানা করা হয়। এবং বালার বাজারে ৩ দোকানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ৫৮ লিটার তেল জব্দ করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভােক্তা-
অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা
কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ সুজন কাজী।
অভিযানে উপস্থিত থেকে সহযােগিতা করেন। মো. ইউসুফ হোসেন জেলা বাজার কর্মকর্তা
জেলা কনজুমারস অ্যাসােসিয়েশন অব
বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি মােঃ বিল্লাল
হােসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর শরীয়তপুর জেলা শাখা কমিটির সহ-সভাপতি মোঃ নাসির খান ও সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, ভেদরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমান আহমেদ সজিব, ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু শিকদার, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন।
জেলা ভােক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের
পরিচালক মোঃ সুজন কাজী বলেন, জাতীয় ভােক্তা-
অধিকার সংরক্ষণ অধিদপ্ত মহা-পরিচালক এর নির্দেশক্রম মোতাবেক ভেদরগঞ্জের সখিপুর বাজারে যিনি অভিযোগ করেছে,অভিযোগের সত্যতা পেয়েছি, ভোক্তা অধিকার আইনের ৪০ এবং ৪৫ দারায় ১৫,হাজার,১৫ হাজার মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে,  এবং বালার বাজারে তিন দোকানে ৭ হাজার টাকা ও ৫৮ লিটার সোয়াবিন তেল জব্দ করা হয়। এবং পরবর্তী এই ধরনের অপরাধে কোন বাজার ব্যবসায়ী করে, তাহলে স্থায়ী অথবা সাময়িক ভাবে দোকান বন্ধ করে দেওয়া হবে। তবে  এই ধরনের  অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।