ArabicBengaliEnglishHindi

সিলেটে জুড়ে তাপপ্রবাহ আরও থাকবে দু,দিন


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২২, ৮:১৮ অপরাহ্ন / ৩৩০
সিলেটে জুড়ে তাপপ্রবাহ আরও থাকবে দু,দিন

সিলেট প্রতিনিধি ->>
সিলেটের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ আরও দুই দিন থাকতে পারে বলে জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সুস্পষ্ট লঘু চাপে পরিণত হয়ে ভারতের উডিষ্য উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিচ্ছিন্ন ভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আবহওয়াবিধ ধারনা সিলেট জুড়ে আগামী দুদিন পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।