ArabicBengaliEnglishHindi

সুনামগঞ্জের তাহিরপুরে শিমুলবাগানে দর্শনার্থীদের ভিড়


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২২, ৯:৫৯ অপরাহ্ন / ৪০৩
সুনামগঞ্জের তাহিরপুরে শিমুলবাগানে দর্শনার্থীদের ভিড়

শাহ আলম ->>

বসন্তের প্রথম শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় জমে দেশের সবচেয়ে বড় শিমুলবাগানে।

গতকাল শুক্রবার বাগান ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো দর্শনার্থী এসেছেন তাহিরপুর উপজেলার জয়নাল আবেদীন শিমুল বাগানে। বিশাল শিমুল বাগানের একপ্রান্তে দাঁড়ালে অন্যপ্রান্ত দেখা যায় না। বাগানের ভেতর যেদিকেই চোখ যায় সেদিকেই সারি সারি গাছে শিমুল ফুল ফুটে রয়েছে। গাছের নিচে মাটিতেও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে লাল শিমুল ফুল। ধুলোমাখা মাটি যেন ফুলে ফুলে সাজানো লালগালিচা।

শিমুল বাগানে ঘুরতে আসা পর্যটক ফাহমিনা আক্তার বলেন, ‘ছোট্ট মেয়কে নিয়ে শিমুল বাগান ঘুরতে এসেছি। অসাধারণ শিমুলের সৌন্দর্য উপভোগ করে আমরা মা-মেয়ে দুজনেই আনন্দিত।’

সিলেট থেকে ঘুরতে আসা প্রেমিক যুগল বলেন, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের ইচ্ছে ছিল কোনো একদিন সারা দিন শিমুল বনে ঘুরব। ইচ্ছে পূরণ হলো। মনে হচ্ছে, শিমুল ফুল আমাদের দুজনের ভালোবাসা বাড়িয়ে দিল।

শিমুল বাগানের মালিক প্রয়াত জয়নাল আবেদীনের ছেলে বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটক বাগানের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ একাধিক রেস্তোরাঁ আছে বাগানের ভেতরে