ArabicBengaliEnglishHindi

হবিগঞ্জে ২০ কোটি টাকার মানহানী মামলা থেকে চার সাংবাদিকের অব্যাহতি


প্রকাশের সময় : মার্চ ৩, ২০২২, ৫:৫১ অপরাহ্ন / ৩৫৪
হবিগঞ্জে ২০ কোটি টাকার মানহানী মামলা থেকে চার সাংবাদিকের অব্যাহতি

হবিগঞ্জ প্রতিনিধি ->>

২০ কোটি টাকার মানহানী মামলা থেকে অব্যাহতি পেয়েছেন হবিগঞ্জে চার সাংবাদিক বৃহস্পতিবার (৩ মার্চ) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট মো. ছিফাত উল্লাহ তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেন।

মামলা থেকে অব্যাহতি পাওয়া চার সাংবাদিকরা হলেন, দৈনিক প্রভাকরের সাবেক সম্পাদক ও এটিএন বাংলা, এটিএন নিউজের জেলা প্রতিনিধি আব্দুল হালীম, ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, সাবেক বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও প্রভাকর পত্রিকার প্রতিবেদক শেখ শাহাউর রহমান বেলাল।

মামলার বিবরণে জানা যায়, জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দীন আহমেদ জারু মিযার অনিয়ম ও দূর্নীতি নিয়ে ২০২০ সালের ৩০ আগস্ট ও একই বছরের ৩ সেপ্টেম্বর হবিগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক প্রভাকরে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদন দুটি প্রকাশের পর সাহাব উদ্দিন আহমদের পারিবারিক, সামাজিক ও পেশাগতভাবে ২০ কোটি টাকা মূল্যের মানহানী হয়েছে দাবি করে ওই বছরের ১৪ সেপ্টেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (আমল-৬) আদালতে মামলাটি দায়ের করেন।