ArabicBengaliEnglishHindi

বেগমগঞ্জে অস্ত্র সহ গ্রেফতার-২


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২২, ১০:১৩ অপরাহ্ন / ১৩২
বেগমগঞ্জে অস্ত্র সহ গ্রেফতার-২

সেনবাগ প্রতিনিধি ->>
অদ্য ১০/০২/২২ খ্রিঃ বিকাল ১৭:৩০ ঘটিকায় বেগমগঞ্জ ছয়ানি ইউনিয়নের খোয়াজপুর নামক স্থানে জমি জমার বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘাত হলে তৎক্ষনাৎ থানা পুলিশ খবর পেয়ে বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র সহ আসামী ০১। কাউসার,০২। সায়েম,কে গ্রেফতার করেন।

এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ হতে ০১ টি বিদেশি পিস্তল, ০১ টি চাইনিজ কুড়াল,০২ টি ছোরা,০১ টি ফল্ডিং ছুরি,০১ টি চকলেট বোমা এবং ০২ টি লোহার তৈরী বেটন লাঠি উদ্ধার করা হয়।

উক্ত বিষয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন জনাব মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) পুলিশ সুপার নোয়াখালী মহোদয়।