ArabicBengaliEnglishHindi

নোয়াখালীতে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২২, ৪:৪৭ অপরাহ্ন / ১৪০
নোয়াখালীতে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

হাসানুর রশিদ ->>

নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে ১ কেজি গাঁজা ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে বেগমগঞ্জ থানার চৌমুহনী পৌরসভা করিমপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে, মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) ও মৃত সেরাজুল হক এর ছেলে আব্দুর রহমান (৫৫)। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি)র এসআই তানজিমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নোয়াখালীর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে। নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার বেগমগঞ্জে থানায় চৌমুহনীতে করিমপুর রোডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বেগমগঞ্জ থানার চৌমুহনী পৌরসভা করিমপুর রোড আসামি সাইফুল ইসলাম (৩৫) কে আটক করলে তাহার নিকট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরবর্তীতে একই গ্রামের আব্দুর রহমান (৫৫) কে আটক করলে তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও ২০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃত আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।