ArabicBengaliEnglishHindi

ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দল তাহেরপুর রাজা কংস নারায়ণের মন্দির পরিদর্শনে


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২২, ৮:৪২ অপরাহ্ন / ১১৪
ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দল তাহেরপুর রাজা কংস নারায়ণের মন্দির পরিদর্শনে

সৈয়দ আ : হালিম রাজশাহী ->>
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার উৎপত্তিস্থল রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে দুর্গামন্দির। রাজ কংস নারায়ণ রায় বাহাদুর ১ম শারদীয় দুর্গোৎসবের প্রচলন করেছিলেন ১৫৮০ খ্রিস্টাব্দে।

সোমবার দুপুরে ঐতিহাসিক সেই দুর্গামন্দির পরিদর্শন করেছেন রাজশাহীতে সফররত ভারতীয় অতিথিবৃন্দ।

এ উপলক্ষে তাহেরপুরে দুর্গামন্দির প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারতীয় অতিথিদের হাতে অষ্টধাতুর দুর্গাপ্রতিমা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলার প্রস্তুতি কমিটির আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগেরসভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল, ফ্রেন্ডস অব বাংলাদেশের (ইন্ডিয়া চ্যাপ্টার) সহ-সভাপতি সত্যম রায় চৌধুরী ও রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়ক এসএম সামছুল আরেফীন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্তসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা,পবা মোহনপুর আসনের সাংসদ আয়েন উদ্দিন, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানের পূর্বে দুর্গামন্দিরে পূজা অর্চণা করেন ভারতীয় অতিথিরা। এরআগে সোমবার সকালে রাজশাহী বিশবিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন ভারতীয় অতিথিবৃন্দ। এ সময় বঙ্গবন্ধু হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং শহীদ শামসুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং বিশ্ববিদ্যালয় শহীদ মিনার, শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শনসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এরপর শহীদ তাজ উদ্দিন আহমেদ সিনেট ভবনে সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, প্রফেসর সুলতান-উল ইসলাম সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন