রাজশাহীতে জাতীয় ভোটার দিবস পালন
প্রকাশের সময় : মার্চ ২, ২০২২, ৩:৪৪ অপরাহ্ন /
১২০
সৈয়দ আ:হালিম রাজশাহী ->>
“মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এই প্রতিপাদ্যকে নিয়ে রাজশাহীতে জাতীয় ভোটার দিবস-২০২২ পালিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা নির্বাচন কার্যালয়ে এর শুভ উদ্বোধন করা হয়। পর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জ পুলিশ উপ-মহা পরিদর্শক আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম।
ভোটার দিবস উপলক্ষে জেলা নির্বাচন ক্যাম্পাসে তিনটি স্টল বসে। এতে তাৎক্ষণিক ভাবে ২০০ জনকে নতুন ভোটার আইডি কার্ড প্রদান, ভোটার আইডি সংশোধন, হারিয়ে যাওয়া ভোটার আইডি তাৎক্ষনিক প্রদান ও স্মার্ট কার্ডের ছবি পরিবর্তন করা হয়।
আপনার মতামত লিখুন :