ArabicBengaliEnglishHindi

মিরাজ-সাকিবের ঘূর্ণি বলে খেলায় ফিরলো বাংলাদেশ


প্রকাশের সময় : মার্চ ২০, ২০২২, ৭:৫৩ অপরাহ্ন / ১১০
মিরাজ-সাকিবের ঘূর্ণি বলে খেলায় ফিরলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক ->>
৮৬ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালোই করেছিলেন কুইন্টন ডি কক এবং জানেমান মালান। এর মধ্যে ডি কক ছিলেন সবচেয়ে বিধ্বংসী। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, ১৯৪ রানের লক্ষ্য বুঝি খুব সহজেই পার হয়ে যাবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

তবে না, মেহেদী হাসান মিরাজ ভাঙলেন এই উদ্বোধনী জুটি। ৮৬ রানের মাথায় বিচ্ছিন্ন করেন তিনি মালান এবং ডি কককে। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি বলে সরাসরি বোল্ড হয়ে গেলেন জানেমান মালান। ৪০ বলে ২৬ রান করেছিলেন তিনি।
মিরাজের দেখাদেখি দায়িত্ব তুলে নিলেন সাকিব আল হাসানও। বোলিংয়ে এসেই তিনি ফিরিয়ে দিলেন বিধ্বংসী হয়ে ওঠা কুইন্টন ডি কককে। ৪১ বলে ৬২ রান করেছিলেন ডি কক। এরপর ১৬তম ওভারের দ্বিতীয় বলে ডিপ মিডউইকেটে আফিফ হোসেনের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন প্রোটিয়া এই উদ্বোধনী ব্যাটার। ৯টি বাউন্ডারি এবং ২টি ছক্কার মার মেরেছিলেন তিনি।

এ প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ১৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৪। ১২ রান নিয়ে কাইল ভেরাইনি এবং ২ রান নিয়ে ব্যাট করছেন টেম্বা বাভুমা।