ArabicBengaliEnglishHindi

কালিয়াকৈর তরমুজের দাম আকাশ ছোয়া, ক্রয় করতে হিমশিম খাচ্ছে জনসাধারণ


প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২২, ১১:২৪ অপরাহ্ন / ১৩৯
কালিয়াকৈর তরমুজের দাম আকাশ ছোয়া, ক্রয় করতে হিমশিম খাচ্ছে জনসাধারণ

স্বপন সরকার কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ->>

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন  এলাকায় তরমুজ কিনতে আসা জনসাধারণ  হিমশিম খাচ্ছে ।
তরমুজের দাম যেন আকাশ ছোয়া হাতের লাগালে নয়।বড় তরমুজ গুলো দাম চাচ্ছে ৬৫ থেকে  ৭০ টাকা যার ওজন প্রায় ১০ হতে ১২ কেজি যার দাম আসে প্রতি পিচ ৬০০হতে ৭০০ টাকা আর মাজারি তরমুজ গুলো বিক্রি হচ্ছে  প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা যার দাম আসে ৪০০ হতে ৫০০ টাকা ছোট তরমুজ গুলো বিক্রি  হচ্ছে ৩০০ টাকা হতে ৩৫০ টাকা পযন্ত। মৌসুমী রসালো ও সুস্বাদু ফল তরমুজ বাজারে সরবরাহের কমতি নেই।
কিন্তু তরমুজের বাজারে আগুন লেগেছে। সাধারন ক্রেতারা ফল কিনতে এসে তরমুজের  দাম শুনে ফিরে যাচ্ছে। ব্যবসায়ীরা অতিরিক্ত দাম চাওয়ায় ইচ্ছে থাকা সত্বেও কিনতে পারছে না।বেশি দাম চাওয়ার কারন জিজ্ঞাসা করলে তরমুজ ব্যবসায়ী জানান,মৌসুমের শুরু ও সরবরাহ কম থাকায় এখানে পৌঁছাতে খরচ অনেক বেশি,তাই তরমুজের দাম বেশি নিচ্ছি ফলে ক্রেতা অনেক কম।
মো একলাস উদ্দিন জানান, তরমুজ কিনতে কালিয়াকৈর আসছি,কিন্তু মাঝারি তরমুজের দাম জিজ্ঞাসা  করলে দোকান দার  একদাম ৫০০ টাকা  বলে দেন  যা আমার পক্ষে কিনা সম্ভব নয়।
জানের চালার মাসুম মিয়া জানান, ছোট বাচ্চাদের  আবদারে ছোট একটি তরমুজ কিনলাম ৪০০ টাকা দিয়ে, যার দাম ২৫০ টাকা হলে সামঞ্জস্য  হত।
শাকিল মিয়া জানান তরমুজ কিনতে আসছি সফিপুর বাজারে কিন্তু দাম শুনে সাহস পাচ্ছি না।