ArabicBengaliEnglishHindi

গাজীপুর ও কালিয়াকৈর দুটি ওভার ব্রিজ খোলে দেয়ায়, স্বস্থি প্রকাশ যাত্রী ও চালকদের


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২২, ৪:৪০ অপরাহ্ন / ৭৪
গাজীপুর ও কালিয়াকৈর দুটি ওভার ব্রিজ খোলে দেয়ায়, স্বস্থি প্রকাশ যাত্রী ও চালকদের

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি ->>

গাজীপুরে থেকে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের ভোগান্তি কমাতে ঈদের আগেই খোলে দেয়া হলো ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের দুটি ফ্লাইওভার ব্রিজ। আজ (২৫ এপ্রিল) সোমবার দুপুরে গাজীপুরের নাওজোড় ও কালিয়াকৈরের সফিপুর ফ্লাইওভার ব্রিজ দুটি খোলে দেয়া হয়। সড়ক বিভাগের দেয়া তথ্য মতে, ২০১৯সালে ১৬৩কোটি টাকা ব্যয়ে সফিপুর ও নাওজোড় ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়। যার সুফল পাবে সাধারণ জনগন এখন থেকে।

এর পূর্বে যাত্রীদের ভোগান্তি কমাতে সরকার ২০১৯সালে গাজীপুরের নাওজোড় ও কালিয়াকৈর সফিপুর ২০৮৪ মিটার দৈর্ঘ্য ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু করে। এতে কাজ চলমান থাকায় প্রতিদিনই যানজট ও ভোগান্তি পোহাতে হতো যাত্রীদের। তাই ঈদের আগেই ফ্লাইওভার দুটি খোলে দেয়ায় এভারের ঈদ যাত্রায় স্বস্থিদায়ক হবে বলে মনে করছে যাত্রী ও চালকরা।

সওজের সচিব মোঃ নজরুল ইসলাম বলেন, ফ্লাইওভার ২টি খোলে দেয়ায় অন্যান্য বছরের তুলনায় স্বস্থিদায়ক হবে এবারের ঈদ যাত্রা।