ArabicBengaliEnglishHindi

মাগুরায় হাজামের ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু


প্রকাশের সময় : মে ২৭, ২০২২, ৮:০০ অপরাহ্ন / ৯২
মাগুরায় হাজামের ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু

জিল্লুর রহমান সাগর(মাগুরা জেলা প্রতিনিধি)->>

মাগুরায় হাজামের ভুল ইনজেকশনের কারণে দেড় বছরের শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। ২৭শে মে শুক্রবার সকাল ১১.০০ টায় শহরের নিজনান্দুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জুনায়েদ শেখ (১৮ মাস) নিজনান্দুয়ালী বৌ বাজার এলাকার সোহেল শেখের ছেলে ।

শিশুটির দাদা আবুল শেখের সাথে কথা বলে জানা যায় ,মৃত জুনায়েদ শেখ বেশ কিছুদিন ধরে প্রসাবে সমস্যা নিয়ে ভুগছিলেন।

ডাক্তার দেখানো হলে ডাক্তার মুসলমানি দেবার কথা বলেন। সে কারনে আজ হাজাম মোঃ নজরুল ইসলাম (৫০) পিতা মৃত শহর আলী গ্রামঃ মালিহাট, থানাঃ কালীগঞ্জ, জেলাঃ ঝিনাইদহ কে ডেকে বাড়িতেই মুসলমানির ব্যবস্থা করলে হাজাম অবস হওয়ার ইনজেকশন দিলে তাৎক্ষনিক শিশুটির মুখ থেকে লালা বের হতে থাকে ।

মৃত শিশুটির পরিবার তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আরিফ আল মামুন মিঠু শিশুটিকে দেখে মৃত ঘোষণা করেন । ডাঃ আরিফ আল মামুন মিঠুর কাছ থেকে জানা যায় অবসের ইনজেকশনটা শিরাই ঢুকানোর কারনে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনা থানায় মামলা প্রক্রিয়াধীন।