ArabicBengaliEnglishHindi

সাভারে হত্যা মামলার আসামী সেলিম মন্ডল, বাদীকে পাণনাশের হুমকি


প্রকাশের সময় : জুন ২১, ২০২২, ১২:২৬ অপরাহ্ন / ১৯০
সাভারে হত্যা মামলার আসামী সেলিম মন্ডল, বাদীকে পাণনাশের হুমকি

সাভার প্রতিনিধি ->>
সাভারের বিরুলয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডল হত্যা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিরুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র থেকে নির্বাচিত চেয়ারম্যান সেলিম মন্ডল নিজের স্ত্রী আয়শা আক্তার বকুলকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি।

এবার চেয়ারম্যান নির্বাচিত হয়েই সেলিম মন্ডল ওই হত্যা মামলার বাদী উজ্জলকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৫ মে ২০২২ তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরী (১৩২০)- (২৫/০৫/২০২২ ইং) করেন হত্যা মামলার বাদী উজ্জল।

খোঁজ নিয়ে জানা গেছে, নিজের স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার চাঞ্চলকর হত্যা মামলাটি বর্তমানে মানিকগঞ্জ জেলা জজ কোর্টে চলমান রয়েছে। মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামী সেলিম মন্ডল। ইতিমধ্যেই মামলাটি’র চার্জ গঠন হয়ে গেছে যা বর্তমানে সাক্ষ গ্রহণ পর্যায়ে আছে। মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য রয়েছে ২২ জুন।

২০১৫ সালের ইউপি নির্বাচনে সেলিম মন্ডলকে চেয়াররম্যান পদে আওয়ামী লীগের নৌকা দিয়ে আবার তা ফিরিয়ে নেয়া হয়েছিল। ২০২১ সালের ইউপি নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।

হত্যা মামলার বাদী উজ্জলকে প্রাণনাশের হুমকির বিষয়ে সেলিম মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় এক ব্যক্তি জোড়পূর্বক বাদীকে দিয়ে আমার বিরুদ্ধে একটি জিডি করিয়েছিল। পরবর্তীতে বাদী তা তুলে ফেলেছে।