ArabicBengaliEnglishHindi

মির্জাপুরে সবচেয়ে সুন্দর বাইতুল আমান জামে মসজিদ


প্রকাশের সময় : জুন ২১, ২০২২, ২:৩৮ অপরাহ্ন / ৫৩
মির্জাপুরে সবচেয়ে সুন্দর বাইতুল আমান জামে মসজিদ

সবুজ খান (টাংগাইল) ->>
মির্জাপুরে সবচেয়ে সুন্দর মসজিদ যা নজর কেড়েছে টাংগাইল বাসী সহ সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মোসলমানদের।

৭ রবিউল আউয়াল ১৪৩২ হিজরী,১১ ফেব্রুয়ারি ২০১১ খ্রিষ্টাব্দ মসজিদটি পুনঃনির্মাণ করা হয়। ১০১ ফুট লম্বা ও ৬০ ফুট পাশ বিশিষ্ট মসজিদটি পুনঃনির্মাণ করতে খরচ হয় প্রায় ২ কোটি টাকা।

বর্তমানে টাংগাইল জেলায় সৌন্দর্য দিক বিবেচনায় বাইতুল আমান জামে মসজিদটির কারুকাজ সকলেরই চোখে পরার মতো কেননা সচারাচর মসজিদ, ঈদগাহ মাঠ, কবরস্থান একএিত কোথাও দেখা যায় না যা শুধু বাইতুল আমান জামে মসজিদ অর্থাৎ মসদই গ্রামেই দেখা মেলে।মহান আল্লাহ তায়ালার নিকট সবচেয়ে প্রিয় স্থান হল মসজিদ। আল্লাহর সন্তুষ্টি বিধানে আমাদের সকলেরই উচিত তার ইবাদত করা। আল্লাহ তায়ালা আমাদের সকলকে তার প্রিয় স্থানে পাঁচ ওয়াক্ত নামাজ পরার তৌফিক দান করুক। আমিন