দিনাজপুর প্রতিনিধি ->>
ফুলবাড়ীতে ঈদুল আযহা উপলক্ষ্যে সরকারি কলেজ মাঠে বিশাল গরুর হাট। ফুলবাড়ী পৌরসভার সুযোগ্য মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন এর সহযোগিতায় ও পৌরসভার আয়োজনে ফুলবাড়ী সরকারি কলেজ সংলগ্ন শহীদ মিনার মাঠে প্রতিবারের ন্যায় এবারও বিশাল গরুর হাট বসেছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গরু ব্যবসায়ীরা তাদের গরু এনে এই হাটে বেচা কেনা করছে।
সাধারণ জনগণ নিজ নিজ সুবিধামত ক্রয় ক্ষমতার মধ্যে তারা গরু ক্রয় করছেন। এবার গরুর হাটে ক্রেতা থাকলেও গরুর দাম ক্রয় ক্ষমতার বাহিরে হওয়ায় সাধারণ মানুষ এই কোরবানিতে গরু কিনতে হিমশিম খাচ্ছে। এ বিষয়ে গরু ক্রেতা মোজাফ্ফর রহমানের সাথে কথা বললে তিনি জানান, গতবার যে গরু ৭০ হাজার টাকা কিনেছি এবার একই মাপের গরু লাখের উপরে কিনতে হচ্ছে।
এমনিতেই এই এলাকায় কৃষিতে ধস নেমে যাওয়ায় কৃষকেরা তাদের উৎপাদিত ধানের মূল্য প্রথম দিকে পেলেও শেষের দিকে ধানের মূল্য তেমন পাননি। ফলে এবার অনেকে গরুর দাম বেশি হওয়ায় কোরবানি দিতে পারবেন না বলে জানান।
আপনার মতামত লিখুন :