গাইবান্ধা প্রতিনিধি ->>
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসচীর আওতায় গ্রীস্মকালীন পেঁয়াজ ও রোপা আমন ধানের ফসলের ক্ষুদ্র ও প্রান্তিকচাষীদের বিনামূল্যে বীজ ও সার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে প্রধান অতিথি হিসাবে বীজ ও সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান।
উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপজেলা কৃষি অফিসার সৈয়দ-রেজা-ই মাহমুদ, কেন্দ্রীয় কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু,উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসার অফিসার, উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :