ArabicBengaliEnglishHindi

হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২২, ৯:৪৪ অপরাহ্ন / ৮৭
হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

হারুন অর রশিদ,হোমনা(কুমিল্লা) প্রতিনিধি ->>
কুমিল্লার হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ স্লোগান কে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা হল রুমে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির দিক তুলে ধরে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহেনুর মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে। আলোচনা সভায় হোমনা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা মৎস্য চাষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং মৎস্য কর্মকর্তা তার সমাধানের আশ্বাস দেন। দেশে মৎস্য চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা করা কথা তুলে ধরা হয় এবং সাত দিন ব্যাপি মৎস্য সপ্তাহ উপলে মৎস্য খামারিদের বিভিনি উপকরণ সহয়াতা প্রশিক্ষণ দেওয়ার কথা বলে।