ArabicBengaliEnglishHindi

গোবিন্দগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা ও ফুটবল খেলা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২২, ৬:৩৫ অপরাহ্ন / ৯১
গোবিন্দগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা ও ফুটবল খেলা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি ->>
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা ও বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

আজ ২৮ জুলাই বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় বটতলা বঙ্গবন্ধু ক্লাবের আয়োজনে পুনতাইড় বটতলা (আড়িয়ামারা) মাঠের এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

সিংহজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক ময়েজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম আকন্দ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক যথাক্রমে রাজু সরকার, শফিউল আলম হিরু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নিলয় চৌধুরী, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মান্নান সরকার, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ইউ’পি সদস্য আইজার রহমান, ইউ’পি সদস্য মঞ্জুরুল ইসলাম, বাবুল মিয়া, ছাত্রলীগ নেতা বিপ্লব মিয়াসহ আরো অনেকে।

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

অতিথি দ্বয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহি পাতা খেলা ও ফুটবল খেলার বিজয়ী এবং রানার্স আপ দলের মাঝে পুরুস্কার তুলে দেন। এ খেলা হাজারো নারী, পুরুষ মাঠের চতুর দিকে দাঁড়িয়ে উপভোগ করেন। খেলার আয়োজক বৃন্দ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।