ArabicBengaliEnglishHindi

শেরপুরের ঝিনাইগাতী কালঘোষা নদীতে গার্ডার ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্ধোধন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২২, ৭:৩৫ অপরাহ্ন / ১৩১
শেরপুরের ঝিনাইগাতী কালঘোষা নদীতে গার্ডার ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্ধোধন

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি ->>
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউপি – নলকুড়া ইউপি ও গান্ধীগাও বাজারে যাতায়াতের জন্য বহু কাঙ্খিত কালঘোষা নদীর উপর ৭৫ মিটার পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে ব্রীজের শুভ উদ্ধোধন করেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ.কে. এম. ফজলুল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ,উপজেলা প্রকৌশলী শুভ বসাক,ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব একে এম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম ও সংগঠনের নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

মেসার্স মোশফিকুর রহমানের ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যানারে ৬ কোটি ৪০ লক্ষ ২ শত ৩ টাকা ব্যায়ে এই ব্রীজটি নির্মাণ করা হচ্ছে।

আগামী ২০২৪ সালের ৩ জানুয়ারি এ ব্রীজের নির্মাণ কাজ শেষ হবে।