বিনোদন প্রতিবেদক ->>
তামিল স্টাইলে নির্মান করা হয়েছে ‘তোর মায়া মুখটা দেখে’ শিরোনামের গানটি। মুন্না খানের কথায় মিউজিক মুন্সি জুয়েল ও গানটির সুরকার এবং কন্ঠশিল্পী গগন শাকিব। গানটিতে মডেল ছিলেন মুন্না খান ও নুসরাত জাহান জিমু। গানটি নির্মাণ করেছেন এইচ এম মুন্না।
গানটি নিয়ে মুন্না বলেন, কণ্ঠশিল্পী গগন শাকিবের গাওয়া ‘তোর মায়া মুখটা দেখে’ গানটি অসাধারণ। এতে নুসরাত জাহান জিমু’র সাথে জুটি বেঁধে কাজ করলাম। তাছাড়া আমার লেখা গানটি নিয়ে দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা এইচ এম মুন্না। যে স্টাইলে গানটি করা হয়েছে আমার বিশ্বাস দর্শকের ভালো লাগবে এই গান ও ভিডিওচিত্রটি।
নুসরাত জাহান বলেন, মুন্না ভাইয়ের সাথে প্রথম কাজ করলাম। গানটি খুবই ভালো লেগেছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
নির্মাতা জানালেন, ‘তোর মায়া মুখটা দেখে’ গানের কথা গুলো এতো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন মুন্না খান যেখানে একটু অন্যরকম অনুভূতি পাবেন শ্রোতারা। সেটা মাথায় রেখেই ভিডিওটি করেছি। দর্শকের ভালো লাগলেই তৃপ্তি পাবো।’
জানা গেছে, শিগগিরই গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
আপনার মতামত লিখুন :