দিনাজপুর প্রতিনিধি ->>
চিরিরবন্দরে চুল ফ্যাক্টরি শ্রমিককে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
গত ৯ নভেম্বর বুধবার দিবাগত রাতে চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রানীরবন্দরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উপজেলার নশরতপুর ইউনিয়নের কিসমত নশরতপুর গ্রামের জিকরুল হকের পুত্র মিজানুর রহমান (২৮), ঋষিকেশের পুত্র দিলীপ রায় (২৩), মিরাজ আলীর পুত্র সোহেল রানা (২৫), পিতা-মৃত মিরাজ আলী ও পার্শ্ববর্তি পার্বতীপুর উপজেলার রাজাবাসর এলাকার আবদুস সাত্তারের পুত্র নুর আলম (২২)।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন জানান, গত বুধবার রাত্রি অনুমান ৯ টার সময় ওই চুল শ্রমিক বাড়ির পার্শ্ববর্তী রানীপুর ডাঙ্গাপাড়া এতিমখানায় ইসলামি মাহফিল শোনার জন্য যায়। সেখানে একই ফ্যাক্টরীতে কাজ করার সুবাদে পুর্ব পরিচিত মিজানুর রহমান এর সাথে দেখা হয়। কথাবার্তার একপর্যায়ে তারা দুজনে পার্শ্ববর্তি নির্জন বাঁশঝাড়ে গেলে মিজানুর বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তুতির প্রাক্কালে ধৃত অপর ৩ জন তাদের আটক করে। এ সময় মিজানুর কৌশলে পালিয়ে গেলে তারা ভয়ভীতি প্রদর্শনপূর্বক ৩ জনেই পালাক্রমে ওই নারী শ্রমিককে ধর্ষণ করে। এরপর ওই নারী শ্রমিক নিজেই বাদী হয়ে থানায় এজাহার দাখিল করলে দ্রুত বিশেষ অভিযান চালিয়ে রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। ধর্ষনে অভিযুক্তদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভিকটিমকে পরীক্ষার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :