ArabicBengaliEnglishHindi

বরিশালে সড়ক দুর্ঘটনা নিহত এক আহত তিন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২২, ১১:২৮ অপরাহ্ন / ৯৪
বরিশালে সড়ক দুর্ঘটনা নিহত এক আহত তিন

 এস এম নওরোজ হীরা ->>

বাকেরগঞ্জে ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা চালক নিহত গুরুত্বর আহত তিনজন যাত্রী, আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কের এ দুর্ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ বাস স্টান্ড থেকে উত্তর দিকে মল্লিক মার্কেট সংলগ্ন পটুয়াখালী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক ও বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষ হয়।

এই দুর্ঘটনায় মাহিন্দ্রা চালক রনি ঘটনাস্থলেই নিহত হন, নিহত মাহিন্দ্রা চালক রনি রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জ গ্রামের বাসিন্দা, বলে সূত্র নিশ্চিত করেন। মাহিন্দ্রা গাড়িতে থাকা ৩ জন যাত্রী গুরুতর আহতদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আঘাত ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।