ArabicBengaliEnglishHindi

ইউরোপে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২২, ১১:৩০ পূর্বাহ্ন / ১০১
ইউরোপে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক ->>
ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার বৈরিতা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহে ইউরোপে বাড়তি সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনকে উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছেন বিবিসি।

পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটি থেকে ২০০০ সেনা পাঠানো হবে পোল্যান্ড এবং জার্মানিতে। এছাড়া জার্মানিতে মোতায়েন থাকা ১ হাজার সেনাকে রুমানিয়াতে পাঠানো হবে।

পেন্টাগন থেকে জানানো হয়েছে, ইউরোপে মোতায়েন হতে যাওয়া সেনারা ইউক্রেনের পক্ষে লড়াইয়ে অংশ নেবে না। মূলতাৎ তারা সেখানে যুক্তরাষ্ট্রের মিত্রদের রক্ষার কাজ করবে।

উল্লেখ্য, এর আগে গত মাসের শেষের দিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইউক্রেনে স্বল্প সময়ের মধ্যে সাড়ে ৮ হাজার সেনা মোতায়েনের জন্য সতর্ক অবস্থায় রাখার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।