ArabicBengaliEnglishHindi

ঈশ্বরদী লিচু গাছ থেকে পড়ে মতিন নামের ব্যক্তির মৃত্যু


প্রকাশের সময় : মে ২৩, ২০২২, ১১:২৪ পূর্বাহ্ন / ৭২
ঈশ্বরদী লিচু গাছ থেকে পড়ে মতিন নামের ব্যক্তির মৃত্যু

মামুনুর রহমান, ঈশ্বরদী,(পাবনা) ->>

ঈশ্বরদীর পাকশীতে লিচু গাছ থেকে পড়ে রবিবার দুপুরে মতিন প্রামানিক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ।

তিনি পাকশী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফুটো মার্কেট সংলগ্ন মৃত মোজাম্মেল প্রামানিক এর ছেলে।এলাকাবাসী জানায়, মতিন প্রামানিক তার নিজ বাড়ির সামনে লিচু পাড়তে গাছে ওঠেন।

এক পর্যায়ে গাছ থেকে ডাল ভেঙে নিচে আহত হন। দ্রুত তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পরে রাজশাহী নেয়ার পথে মুলাডুলি বাজার এলাকায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ ১০ বছর সৌদি আরবে ছিলেন।সম্প্রতি দেশে ফিরে তিনি রুপপুর বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান রোসেম কোম্পানিতে চাকরি করতেন।