মামুনুর রহমান, ঈশ্বরদী,(পাবনা) ->>
পাবনার ঈশ্বরদীতে ১৮ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
একইসাথে মজুতকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১০ মে) সকালে ঈশ্বরদী বাজারের শ্যামল ষ্টোরে গোডাউনে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৮ হাজার লিটার সোয়াবিন ও সরিষার তেল জব্দ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে ১০ হাজার লিটার খোলা সোয়াবিন তেল, ১ হাজার ২ শত ৪৪ লিটার বোতলজাত সোয়াবিন তেল ও ৭ হাজার লিটার সরিষার তেল।
ঈদের আগে এসব ভোজ্য তেল সংগ্রহ করে নিজের গুদামে অবৈধভাবে মজুদ করেছিল শ্যামল স্টোরের মালিক শ্যামল পাল।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১১টায় শহরের নূরমহল্লা মাতৃমন্দিরের সামনে শ্যামল পালের গোডাউনে অভিযান পরিচালনা করেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিুরুল ইসলাম।
এসময় তিনি ২০ হাজার টাকা জরিমানা ও ভোজ্য তেল জনসম্মুখে ঈদের পূর্বের দামে ক্রেতাদের কাছে বিক্রি করার নির্দেশ দেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঈশ্বরদীর নিরাপদ খাদ্য পরিদর্শক সানোয়ার রহমান।
বিপুল পরিমাণ ভোজ্য তেল আটকের পর মাত্র ২০ হাজার টাকা জরিমানা করায় উপস্থিত ক্রেতা ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
আরিফুল ইসলাম ও মনোয়ার হোসেনসহ একাধিক ক্রেতা জানান, শ্যামল পালের গোডাউনে মালামাল জব্দ ও সিলগালা করা উচিত ছিল।
শ্যামল পালের মতো আরো বেশ কয়েকজন তেল মজুদদার ব্যবসায়ী রয়েছে তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন ভুক্ত ভুগিরা।
আপনার মতামত লিখুন :